ড. জাকির নায়েকের ইসলামি স্কুলের শাখা হচ্ছে দুবাইয়ে
বিশ্বখ্যাত ইসলামি ব্যক্তিত্ব হিসেবে দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরান পুরুস্কার ১৪৩৪ হিজরি লাভ করেন ভারতের ড. জাকির নায়েক। পুরুস্কার গ্রহণকালীন এক সাক্ষাৎকারে তিনি বলেন ২০১৫ সাল থেকে দুবাইয়ে তার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুরের প্রথম বৈদেশিক শাখা উদ্বোধন হবে। ড. জাকির নায়েকের একক তত্ত্বাবধানে পরিচালিত এই স্কুলটিতে ইসলামিক এডুকেশন এবং জেনারেল এডুকেশন কেরিকুলামের চমৎকার একটি সমন্বয়ধর্মী সিলেবাস রয়েছে। মাওলানা আবুল হাসান আলী নদভীর পর ড. জাকির নায়েকই দ্বিতীয় ভারতীয় যিনি এই মহান সম্মানের ভূষিত হলেন। গোটা বিশ্বব্যাপি ইসলামি ব্যত্তিত্বের কাতারে ড. জাকির নায়েক অন্যতম ব্যক্তিত্ব। শায়েখ ইউসুফ আল কারজাবি, শায়েখ আবদুর রহমান আল সাউদি, শায়েখ মুহাম্মাদ আল সাইরুভির মতো মহান ইসলামি ব্যক্তিত্ব মতোই তার মহান তার এই পথচলা। পুরুস্কার গ্রহণ করার সময় ড. জাকির বলেন, ‘শোকরিয়া জানাচ্ছি আমার মহান প্রভুর। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বাবা, আমার বড় ভাই এবং আমার জীবনসঙ্গীনীর। এই মানুষগুলোর অকৃত্রিম সহযোগিতা আমার পথচলার প্রধান পুজি’। ইসলাম এবং অন্যান্য ধর্মে মাঝে তুলনামূলক বিশ্লেষণধর্মী যুক্তিপূর্ণ আলোচনা পেশ করাই ড. জাকির নায়েকের মূল বৈশিষ্ট। বক্তৃতার মাধ্যমে খুব সহজে অনেক কঠিন ও গুরুগাম্ভীর বিষয়কে শ্রোতার হৃদয়ে পৌছে দেওয়ার এক অনন্য কারিগর তিনি।