টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী

শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার দেয়া ১৯০ রানের টার্গেটে খেলতে নেমে ১৯.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৪-এর প্রথম সেঞ্চুরি করা ইংল্যান্ড দলের অ্যালেক্স হ্যালেস ৬৪ বলে ১১৬ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
অ্যালেক্স হ্যালেস ১১টি চার ও ৬টি ছক্কার মারের মাধ্যমে ১১৬ রান সংগ্রহ করেন।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় ২ রানের মধ্যে ২ উইকেট হারিয়েছে তারা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন মাইকেল ল্যাম্ব ও মঈন আলী। ২ জনকে আউট করেছেন কুলাসেকারা।
দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেছেন আলেঙ হ্যালেস ও ইয়ন মর্গান। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রাথমিক ধাক্কা সামলে উঠেছিল ইংল্যান্ড। কুলাসেকারার তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ৫৭ রান করেছেন মর্গান।
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাহেলা জয়াবর্ধনে (৮৯) ও তিলকারত্নে দিলশানের (৫৫) ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৮৯ রান করে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা : কৌশল পেরেরা, তিলকরত্নে দিলশান, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, সচিত্র সেনানায়েকে, অজন্তা মেন্ডিস, লাসিথ মালিঙ্গা।
ইংল্যান্ড : মাইকেল লাম্ব, অ্যালেক্স হেলস, মঈন আলী, এউইন মরগ্যান, জোস বাটলার, রবি বোপারা, টিম ব্রেসনান, ক্রিস জর্ডান, স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক), জেমস ট্রেডওয়েল, জেড ডার্নব্যাচ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button