ব্রিটেনে পর্নোগ্রাফির নিয়মিত দর্শক লক্ষাধিক শিশু
বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাজ্য। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, প্রতিমাসে দেশটির স্কুলগামী অন্তত ৪৪ হাজার শিশু অনলাইনে পর্নোগ্রাফি দেখে। স্কুলগামী এই শিশুদের গড় বয়স ১১ বছরের নিচে।
যুক্তরাজ্যের দ্য অথরিটি ফর টেলিভিশন অন ডিমান্ড(এটিভিওডি) নামে একটি গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির দুই লাখ শিশু কম্পিউটারে রাখা পর্ন দেখে, তাদের বয়স ১৬ বছরের মধ্যে। এবং প্রতিমাসেই আরো অধিকসংখ্যক শিশু পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে।
সংস্থাটির পক্ষ থেকে এব্যাপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাজ্যে ১৮ বছরের নিচের শিশুদের মধ্যে প্রতি পাঁচ জনে একজন নিয়ম করে প্রতিদিন কম্পিউটার বা অনলাইনে পর্নোগ্রাফির ওয়েবসাইটগুলো দেখে। বেশিরভাগ ওয়েবসাইটগুলোতেই বিভিন্ন ফ্রি সুবিধা থাকায় শিশুদের মধ্যে মহামারী আকারে পর্ন ওয়েবসাইটগুলোতে ঢোকার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
সব মিলিয়ে প্রতি মাসে গড়ে ১ লাখ ১২ হাজার শিশু পর্নোগ্রাফি দেখে থাকে।
এটিভিওডি প্রধান রুথ ইভানস এ বিষয়ে বলেন, ‘আমরা সেন্সরশিপের পক্ষে নই। তবে এব্যাপারে সরকারের উচিত আইন প্রণয়ন করা যাতে শিশুরা পর্নোগ্রাফি থেকে দূরে থাকে।’