চালকবিহীন মেট্রোরেল চালু করতে যাচ্ছে সৌদি আরব
সৌদি আরবের রাজধানী রিয়াদে চালকবিহীন মেট্রোরেল চালু করতে যাচ্ছে দেশটির সরকার। দুই হাজার দুইশ পঞ্চাশ কোটি ডলারের এই প্রকল্প আগামী বছরের প্রথম দিকে শুরু করা হবে। গত সোমবার সরকারের পক্ষ থেকে এ খবর প্রকাশ করে দেশটির গণমাধ্যম আরব নিউজ।-খবর জিনহুয়া
আরব নিউজের বরাত দিয়ে জিনহুয়া জানায়, রিয়াদ মেট্রোকে ‘মরুর বিস্ময়’ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ১৭৬ কিলোমিটার দৈর্ঘ্যের ৬টি লাইন নিয়ে এটি গঠন করা হবে। এছাড়া ৮৫টি স্টেশন থাকবে এই রেল ব্যবস্থাপনায়। প্রতি ঘণ্টায় এর গতিবেগ ৪০ কিলোমিটার।