রানা প্লাজা দুর্ঘটনায় এখনো ১৪৬ শ্রমিক নিখোঁজ
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি দাবি করেছে, রানা প্লাজা দুর্ঘটনায় এখনো ১৪৬ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে নিখোঁজ শ্রমিকদের তালিকা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, হাইকোর্ট ও সেনাবাহিনীর পক্ষ থেকে রানা প্লাজার ঘটনায় নিখোঁজ শ্রমিকদের যে তালিকা প্রকাশ করা হয়, তা অসম্পূর্ণ। দুই দফা ডিএনএ পরীক্ষার পরেও সবার খোঁজ মেলেনি।
বিভিন্ন তালিকা যাচাই এবং খোঁজখবর নিয়ে ১৪৬ জনের নামের তালিকা করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।
সংগঠিনটি তালিকাভুক্তদের নিহত ঘোষণা করার এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করার দাবি জানায়।
সংবাদ সম্মেলনে ২৪ এপ্রিলকে শ্রমিক নিরাপত্তা ও শোক দিবস ঘোষণা করে ওই দিন সব কারখানা বন্ধ রাখার এবং রানা প্লাজা দুর্ঘটনার জন্য দায়ী সবার শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংগঠনের সমন্বয়ক তাসলিমা আখতারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বলা হয়, ৩১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে নিখোঁজ শ্রমিকদের তালিকা শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ, সেনাবাহিনী ও আইএলওতে দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ২৪ এপ্রিল ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় ১,১৩৪ জন শ্রমিক নিহত হন।