মেয়রের সাথে বৃটিশ ডেপুটি হাই কমিশনারের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন বৃটিশ ডেপুটি হাই কমিশনার নিক লো। শনিবার বেলা সাড়ে ৩টায় নগর ভবনে এই মতবিনিয়ম অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বৃটেন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক বিরাজ করছে। মেয়র বলেন, বৃটেনে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে অধিকাংশই সিলেট অঞ্চলের। সে কারণে সিলেটের উন্নয়ন নিয়ে বৃটেন প্রবাসীদের আলাদা আগ্রহ পরিলক্ষিত হয়। সুতরাং বৃটেনের বন্ধুত্বপূর্ন সম্পর্ককে কাজে লাগিয়ে সিলেটের উন্নয়ন কিভাবে আরও ত্বরান্বিত করা যায় সেই দিকটি বিবেচনায় রাখতে হবে। নগরবাসীর স্বার্থে সিলেটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরী, বর্জ্যকে শক্তিকে রূপান্তরিক করাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে টেকনলজি ও ফান্ড সহায়তা দেওয়ার ব্যাপারে মেয়র বৃটেন সরকারকে এগিয়ে আসার জন্য আহবান জানান।
মতবিনিময়কালে ডেপুটি হাই কমিশনার নিক লো বলেন, সিলেট অঞ্চল নিয়ে বৃটেন সরকারের আগ্রহ ব্যাপক। বৃটেন প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় বৃটিশ হাই কমিশন নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। ফোর্স ম্যারেজ নিয়ে সচেতনতামূলক কার্যক্রম তাদের মধ্যে একটি। এই ইস্যুতে পরিচালিত কার্যক্রমে তিনি সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতা প্রত্যাশা করেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের প্রস্তাবিত প্রকল্পগুলো বৃটেন সরকারের কাছে উপস্থাপন করবেন বলেও জানান ডেপুটি হাই কমিশনার নিক লো। নিজেকে ‘সিলেটপ্রেমী’ হিসেবে আখ্যায়িত করে সম্প্রতি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর মর্যাদা লাভ করায়ও উচ্ছাস প্রকাশ করেন নিক লো।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বৃটিশ হাই কমিশন বাংলাদেশের হেড অব কনস্যুলার হাসিনা রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সচিব মমতাজ বেগম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুধাময় মজুমদার।