সৌদিতে অবৈধ ভিসা বাণিজ্যে জড়িত হলে ২ বছরের জেল
অবৈধ ভিসা বানিজ্য বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষনা দিয়েছে সৌদি আরবের শ্রমমন্ত্রণালয়। এই ধরনের ব্যবসায় জড়িত কোম্পানীর ওপর ১ থেকে ২ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় । মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যদি কোন কোম্পানী অন্যান্য চাকরিদাতা প্রতিষ্ঠানে তাদের প্রবাসী শ্রমিকদের স্থানান্তর করে এবং এর সংখ্যা যদি ১৫ শতাংশের উপরে হয় তাহলেই কেবল ১ বছর পর ঐ কোম্পানী নতুন শ্রমিক আমদানি করতে পারবে । যদি স্থানান্তরিত প্রবাসী শ্রমিকের সংখ্যা ৩০ শতাংশের বেশি হয় তাহলে ঐ কোম্পানীকে ১৫ মাস এবং ৪০ শতাংশের বেশি হলে ২৪ মাস নতুন ভিসা অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে বলে জানান ঐ কর্মকর্তা । তিনি জানান, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধ ভিসা বাণিজ্যের সাথে জড়িত থাকার বিষয়টি মন্ত্রণালয় অনেক দিন ধরেই পর্যবেক্ষণ করছে । এটা বন্ধেই নতুন এই পদ্ধতি চালু করা হয় । তিনি বলেন, কিছু কোম্পানী প্রয়োজন না থাকা সত্বেও ভিসার আবেদন করে । তাদের উদ্দেশ্য এই সব শ্রমিকদের শ্রম বেশী দামে অন্য চাকরিদাতা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা । ঐ কর্মকর্তা জানান, অন্তর্বাসের দোকান সহ মোট ১৪ ধরনের কাজে লোক নিয়োগের অনুমোদন দেবে না মন্ত্রণালয় । মূলত সৌদি নাগরিকদের জন্য আরো কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যেই প্রবাসী শ্রমিক নিয়োগ কমিয়ে আনছে সরকার ।