সৌদি আরবকে আশ্বস্ত করলেন ওবামা

Obamaপ্রসিডেন্ট বারাক ওবামা সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যনীতি নিয়ে আশ্বস্ত করলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধরত সিরিয়ার মডারেট বিদ্রোহীদের প্রতি সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে এবং পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে ওবামার সঙ্গে শনিবার সকালে অনুষ্ঠিত এক বৈঠকে আব্দুল্লাহর আহ্বানের জবাবে ওবামা এ আশ্বাস দেন। এ ছাড়া শুক্রবার আব্দুল্লাহর মরু শিবিরে তারা আলোচনায় বসেন। সেখানে ওবামা বিশ্বের সর্ববৃহৎ তেল রফতানিকারক দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক বজায়ের প্রতি গুরুত্বারোপ করেন। দুই ঘণ্টার ওই আলোচনায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি অগ্রাধিকার পেয়েছে। এ সময় উভয় নেতাই আপাতত কিছু বিষয়ে মতভিন্নতা থাকলেও কৌশলগত দিক থেকে তাদের স্বার্থ এক ও অভিন্ন বলেই স্বীকার করেন।
গত তিনবছর ধরে বিভিন্ন বিষয়ে দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর মধ্যে রয়েছে কথিত আরব বসন্ত থেকে উদ্ভুত আরব গণজাগরণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে সমঝোতার চেষ্টা এবং সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ না করা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত। এমনকি গতবছর সৌদি আরবের সিনিয়র কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটাতে যাচ্ছে বলে প্রকাশ্যেই হুঁশিয়ারি দেন। সূত্র : আলজাজিরা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button