বিলাসবহুল ইতিহাদ এয়ারওয়েজ এবং বিলাসিতা
বিলাসবহুল এয়ারওয়েজ ইতিহাদ মধ্যপ্রাচ্য থেকে সারা বিশ্বে যোগাযোগের একটি অন্যতম মাধ্যম। ইতিহাদ এয়ারওয়েজের রয়েছে বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রিপের ব্যবস্থা। এর ফার্স্ট ক্লাস স্যুট এ আপনি পাবেন ২৩ ইঞ্চি ফ্ল্যাট টিভি, মিনি বার, কনভারটেবল ৮ ফুট ছয় ইঞ্চি বিছানা যা মাশাজ চেয়ার হিসেবে কাজ করে। এতে আরও থাকবে ল্যাপির জন্য কানেক্টিভিটি পোর্ট আর অন্য সব ধরনের যোগাযোগ ব্যবস্থা।
ইতিহাদ এয়ারওয়েজ সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান পরিবহন সংস্থা। ২০০৩ এর জুলাইয়ে আরব আমিরাত সরকার আবুধাবিভিত্তিক এই সংস্থাটি প্রতিষ্ঠা করে। ২০০৩ এর নবেম্বরে ইতিহাদ এয়ারওয়েজ ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। আরবি ‘ইতিহাদ’ শব্দের অর্থ ঐক্য। ইতিহাদ এয়ারওয়েজ ৫৫টি দেশের ৮৫টি গন্তব্যে প্রতি সপ্তাহে ১৩০০-এরও অধিক ফ্লাইট পরিচালনা করে। এর সংগ্রহে রয়েছে ৬৭টি এয়ারবাস এবং বোয়িং বিমান। ২০১১ সালে ইতিহাদ ৮.৩ মিলিয়ন যাত্রী পরিবহন করেছিল, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৭% বেশি। এতে ইতিহাদ ৪.১ বিলিয়ন মার্কিন ডলার আয় এবং ১৪ মিলিয়ন ডলার লভ্যাংশ অর্জন করে। কৌশলগত পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে ২০১১ সালে ইতিহাদ তার ১৪ মিলিয়ন ডলারের পূর্ণ বার্ষিক নিট লাভ প্রকাশ করে। যাত্রী পরিবহন ছাড়াও ইতিহাদ এয়ারওয়েজ ইতিহাদ হলিডেজ এবং ইতিহাদ কার্গো পরিচালনা করে। আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ইতিহাদের কেন্দ্র। ২০১১ এর ডিসেম্বরে ইতিহাদ ঘোষণা করে এয়ার বার্লিনের ২৯.২১% স্বত্ব ক্রয় করেছে। এয়ার বার্লিন ইউরোপের ষষ্ঠ বৃহত্তম এয়ারলাইন্স। পরবর্তীতে সীমিত পরিমাণে ইতিহাদ অন্যান্য এয়ারলাইন্সেরও স্বত্ব কিনেছে; যেমন- ভার্জিন অস্ট্রেলিয়া (১০%), এয়ার লিঙ্গুস (২.৯৮৭%) এবং এয়ার সেশেল (৪০%) কিনে রেখেছে ইতিহাদ। মধ্যপ্রাচ্য থেকে সারা বিশ্বে যোগাযোগের জন্য আশীর্বাদ স্বরূপ কাজ করে ইতিহাদ।