তুরস্কে প্রথম মেয়র হলেন হিজাবি নারী

Fatmaতুরস্কে প্রথমবারের মত এক হিজাবধারী নারী মেয়র নির্বাচিত হয়েছেন। ফাতমা তরু নামের ওই নারী ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) থেকে প্রার্থী হয়েছিলেন।
বেসরকারি ফলাফলে তরু কেন্দ্রীয় মেরাম শহরের কণা মিউনিসিপ্যালের মেয়র পদে বিজয়ী হয়েছেন।
মেরাম শহরের একেপি পার্টির প্রধান মোস্তফা উলভি বেজরসি ফাতমা তরুর বিজয়ের কথা ঘোষণা করেন। তিনি তরুকে দেশটির ইতিহাসে প্রথম হিজাবধারী নারী মেয়র বলেও নিশ্চিত করেছেন।
৪২ বছর বয়সী ফাতমা তরু কণাতে ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। তিনি সেলকাক প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মানচিত্র অংকন বিদ্যায় ১৯৪৪ সালে স্নাতক করেছেন।
ফাতমা তরু বর্তমানে আনাতোলিয়াল প্রদেশের মেরাম শহরের কণা মিউনিসিপ্যালিটিতে কর্মরত। এর আগে তিনি মেরাম মিউনিসিপ্যালিটির কেবাসি শহরকে পুনঃরুপান্তর প্রকল্পের প্রধান হিসেবে কাজ করেছেন। ব্যক্তি জীবনে তরু দুই সন্তানের জননী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button