৫ম ধাপের উপজেলা নির্বাচন

আ.লীগ ৫১, বিএনপি ১৩, জামায়াত ৩, অন্যান্য ৬

ECসহিংসতা ও কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, এজেন্ট বের করে দেয়ার মধ্য দিয়ে পঞ্চম ধাপে ৩৫ জেলার ৭৩ উপজেলা পরিষদের ভোটগ্রহণ শেষ হয়েছে। ৭৩ উপজেলার বেসরকারি ফলাফলে মধ্যে ৫১টিতে আওয়ামী লীগ, ১৩টিতে বিএনপি, ৩টিতে জামায়াত সমর্থিত ও ৬টিতে অন্যান্য প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন-
ঢাকা বিভাগ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আজহারুল ইসলাম মান্নান (বিএনপি), রূপগঞ্জে শাহজাহান ভূঞা (আ.লীগ), আড়াইহাজারে শাহজালাল মিয়া (আ.লীগ)।
গাজীপুরের কালীগঞ্জে মোয়াজ্জেম হোসেন পলাশ (আ.লীগ), শ্রীপুরে আবদুল মোতালেব (বিএনপি)।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী ইঞ্জিনিয়ার কাজী ওয়াহেদ (আ.লীগ), লৌহজংয়ে ওসমান গণি তালুকদার (আ.লীগ), সিরাজদিখানে মহিউদ্দিন আহমেদ (আ.লীগ)।
নরসিংদীর মনোহরদীতে সাইফুল ইসলাম খান বীরু (আ.লীগ)।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার শহীদুল ইসলাম জেমস (আ.লীগ), পাকুন্দিয়ায় রফিকুল ইসলাম (আ.লীগ)।
টাঙ্গাইলের সদরে খোরশেদ আলম (আ.লীগ), গোপালপুরে ইউনুস হোসেন তালুকদার (আ.লীগ), মির্জাপুরে মির এনায়েত করিম মন্টু (আ.লীগ), ঘাটাইলে নজরুল ইসলাম (আ.লীগ)।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আশরাফ উদ্দীন বাদল (আ.লীগ), ত্রিশাল জয়নাল আবেদীন (বিএনপি), নান্দাইলে আ. মালেক চৌধুরী স্বপন (আ.লীগ)।
জামালপুরের মাদারগঞ্জে ওবায়দুল হক (আ.লীগ)।
রাজবাড়ীর গোয়ালন্দে এবিএম নুরুল ইসলাম (আ.লীগ)।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রামের সন্দ্বীপে মো. শাহজাহান খান (আ.লীগ)।
কক্সবাজার সদরে আব্দুল মাবুদ (বিএনপি), উখিয়ায় সারোয়ার জাহান চৌধুরী (বিএনপি), টেকনাফে জাফর আহমেদ (আ.লীগ)।
রাঙ্গামাটির বিলাইছড়িতে শুভমঙ্গল চাকমা (জনসংহতি সমিতি), লংগদুতে তোফাজ্জল হোসেন (বিএনপি), রাজস্থলিতে উথিং সিং মারমা (আ.লীগ)।
খাগড়াছড়ির দীঘিনালায় নব কমল চাকমা (ইউপিডিএফ)।
ফেনীর ছাগলনাইয়ায় মেসবাহুল হায়দার (আ.লীগ)।
নোয়াখালীর সুবর্ণচরে খায়রুল আনাম (আ.লীগ), হাতিয়ায় মাহবুব মোর্শেদ লিটন (আ.লীগ)।
লক্ষ্মীপুরের সদরে একেএম সালাহউদ্দিন টিপু (আ.লীগ), রায়পুরে আলতাফ হোসেন হাওলাদার (আ.লীগ), রামগতিতে আব্দুল ওয়াহেদ (আ.লীগ), রামগঞ্জে আকম রুহুল আমিন (আ.লীগ)।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আবু আসিফ (বিএনপি), কসবায় আনিসুল হক ভুইয়া (আ.লীগ), সদরে জাহাঙ্গীর আলম (আ.লীগ)।
কুমিল্লার মুরাদনগরে আ. কাইয়ুম (আ.লীগ), চান্দিনায় তপন বকশী (আ.লীগ),
খুলনা বিভাগ
সাতক্ষীরার দেবহাটায় আ. গনি (আ.লীগ), তালায় ঘোষ সনৎ কুমার (আ.লীগ)।
চুয়াডাঙ্গা সদরে আসাদুল হক বিশ্বাস (আ.লীগ), আলমডাঙ্গায় মো. হেলালউদ্দিন (আ.লীগ)।
সিলেট বিভাগ
সিলেটের বিয়ানীবাজারে আতাউর রহমান খান (আ.লীগ)।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে হারুনর রশিদ (বিএনপি), তাহিরপুরে কামরুজ্জামান কামরুল (বিএনপি)।
মৌলভীবাজারের জুড়ীতে এমএ মুমিত (আ.লীগ), রাজনগরে আঁচখির খান (আ.লীগ)।
রাজশাহী বিভাগ
রাজশাহীর পবায় মকবুল হোসেন (জামায়াত)।
বগুড়া সদরে আলী আসগর তালুকদার হেনা (বিএনপি)।
পাবনা সদরে মোশাররফ হোসেন (আ.লীগ), বেড়ায় আ. কাদের (আ.লীগ)।
সিরাজগঞ্জের শাহজাদপুরে আজাদ রহমান শাজাহান (আ.লীগ), বেলকুচিতে মোহাম্মদ আলী (আ.লীগ)।
বরিশাল বিভাগ
পটুয়াখালীর দশমনিয়ায় সাখাওয়াত হোসেন (আ.লীগ), কলাপাড়ায় মোতালেব তালুকদার (আ.লীগ)।
বরগুনার বামনায় সাইতুল ইসলাম (আ.লীগ), সদরে আব্বাস হোসেন (আ.লীগ), পাথরঘাটায় রফিকুল ইসলাম রিপন (আ.লীগ), আমতলীতে জেএম দেলোয়ার হোসেন (আ.লীগ)।
রংপুর বিভাগ
গাইবান্ধার ফুলছড়িতে হাবিবুর রহমান (আ.লীগ), সুন্দরগঞ্জে মাজেদুর রহমান (জামায়াত)।
দিনাজপুরের হাকিমপুরে আকরাম হোসেন (বিএনপি), পাবর্তীপুরে আমিনুল ইসলাম (বিএনপি), বিরলে বজলুর রশিদ (বিএনপি)।
লালমনিরহাটের কালীগঞ্জে মাহবুব জামান (আ.লীগ)।
নীলফামারির ডোমারে আ. রাজ্জাক বসুনিয়া (আ.লীগ)।
পঞ্চম ধাপের যে ৭৩ উপজেলায় নির্বাচন হয়েছে, সেগুলো হলো- দিনাজপুরের বিরল, পার্বতীপুর ও হাকিমপুর, নীলফামারীর ডোমার, লালমনিরহাটের কালীগঞ্জ, গাইবান্ধার ফুলছড়ি ও সুন্দরগঞ্জ, বগুড়ার সদর, রাজশাহীর পবা, সিরাজগঞ্জের বেলকুচি ও শাহজাদপুর, পাবনার সদর ও বেড়া, চুয়াডাঙ্গার সদর, আলমডাঙ্গা ও সাতক্ষীরার সদর, দেবহাটা ও তালা, বরগুনার বামনা, পাথরঘাটা, বরগুনা সদর ও আমতলী, পটুয়াখালীর দশমিনা ও কলাপাড়া, টাঙ্গাইলের সদর, ঘাটাইল, মির্জাপুর ও গোপালপুর, জামালপুরের মাদারগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, ত্রিশাল ও নান্দাইল, কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও পাকুন্দিয়া, মুন্সীগঞ্জের টংগীবাড়ী, সিরাজদিখান ও লৌহজং, গাজীপুরের কালীগঞ্জ, নরসিংদীর সদর, মনোহরদী ও রায়পুরা, নারায়ণগঞ্জের সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার, রাজবাড়ীর গোয়ালন্দ, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুর, সিলেটের বিয়ানিবাজার, মৌলভীবাজারের জুড়ী ও রাজনগর, হবিগঞ্জের বানিয়াচং, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সদর, কুমিল্লার মুরাদনগর ও চান্দিনা, ফেনীর ছাগলনাইয়া, নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া, লক্ষ্মীপুরের সদর, রামগতি, রামগঞ্জ ও রায়পুর, চট্টগ্রামের সন্দ্বীপ, কঙবাজারের সদর, টেকনাফ ও উখিয়া, খাগড়াছড়ির দিঘিনালা, রাঙ্গামাটির সদর, লংগদু, রাজস্থলী ও বিলাইছড়ি এবং গাজীপুরের শ্রীপুর উপজেলা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button