আমেরিকা এখনও বর্ণবাদ মুক্ত নয়
সবসময় আমেরিকা নিজেকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে। নিজেকে সব রাষ্ট্রের রোল মডেল হিসেবে জাহির করতে চায়। দেশটির সরকার দাবি করে আমেরিকায় কোনো ধরণের বৈষম্য নেই। তারা সবসময় বাকি বিশ্বের দেশগুলোর বর্ণবাদ, শ্রেণীবৈষম্য নিয়ে মাতব্বরি করতে তৎপর। নতুন বার্তা।
কিন্তু খোদ আমেরিকাতেও এখনো হাজার হাজার মানুষ বর্ণবাদের শিকার হচ্ছেন। প্রতিনিয়তই কাউকে না কাউকে প্রাণ হারাতে হচ্ছে। তাদের মধ্যে অনেকের পরিবারই ন্যায় বিচার পাচ্ছেন না। সম্প্রতি তেমনি একটি উদাহরণ সৃষ্টি হয়েছে আমেরিকায়। ২০১২ সালে স্বেচ্ছাসেবী শেতাঙ্গ নৈশপ্রহরী জর্জ জিমারম্যানের গুলিতে নিহত হন কৃষ্ণাঙ্গ কিশোর ট্রেভন। কয়েকদিন আগে সেই ১৭ বছর বয়সী নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর ট্রেভন হত্যা মামলার আসামি শ্বেতাঙ্গ জিমারম্যানকে বেকসুর খালাস দিয়েছে আমেরিকার আদালত।
এ অন্যায় রায়ের প্রতিবাদে আমেরিকানরা রাস্তায় নেমে এসেছে। সাধারণ আমেরিকার জনগণের কাতারে সামিল হয়েছে বিয়ন্সে নোয়েলস, জে জেডের মতো সেলিব্রেটি আইকনরা। জে জেড বলেন, “জিমারম্যান পার পেয়ে যেতে পারে তার মানে এ নয় ট্রেভন দোষী। আমেরিকাতে এখনও বর্ণবাদ বিদ্যমান।” এ হিপ হপ আইকন মনে করেন, আদালতের এ পদক্ষেপ সন্ত্রাসী কর্মকা-কে উৎসাহিত করবে।