মালয়েশীয় এক্সচঞ্জে হাউজের সঙ্গে ইসলামী ব্যাংকের রেমিটেন্স চুক্তি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কষ্টাজিত অর্থ ব্যাংকিং চ্যানেলে দ্রুত দেশে পৌঁছানো নিশ্চিত করতে ইউএই এক্সচঞ্জে মালয়েশিয়ার সঙ্গে রেমিটেন্স চুক্তি সই করেছে।
ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলম ও ইউএই এক্সচঞ্জে মালয়েশিয়ার প্রধান নির্বাহী কমকর্তা সন্তোষ নায়ার ইসলামী ব্যাংক টাওয়ারে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান এবং ইউএই এক্সচঞ্জে মালয়েশিয়ার ডিরেক্টর বজলুর রহমান খান উপস্থিতি থেকে চুক্তি সম্পাদন পর্যবেক্ষণ করেন।
এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আতাউর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী কামরুল ইসলাম ও এএনএম সিদ্দিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ গোলাম রাব্বানী ও শহিদুল হক আকন্দ, ইউএই এক্সচঞ্জে মালয়েশিয়ার বাংলাদেশ লিয়াঁজো অফিসের ইনচার্জ মো. আবদুল খালেক ও রিলেশনশিপ ম্যানেজার সানজানা ফরিদ এবং সিনিয়র ম্যানেজার মো: রেজাউল করিমসহ ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।