বিশ্বের সর্বকনিষ্ঠ ডাক্তার একজন ফিলিস্তিনি নারী
ইকবাল মহম্মদ আসাদ: বিশ্বের সর্বকনিষ্ঠ একজন ফিলিস্তিনি মুসলিম মহিলা ডাক্তার। তিনি দুবার গীনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম লিখিয়েছেন। একবার ১৩ বছর বয়সে উচ্চ মাধ্যমিক কোর্স সম্পন্ন করে, আরেকবার ২০ বছর বয়সে মেডিক্যাল কোর্স শেষ করে। এই মুসলিম নারী সফলতার সাথে কাতারের ওয়েল করনেল মেডিক্যাল কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে প্রমাণ করেছেন যে, ফিলিস্তিনের মেয়েরা শুধু ক্রন্দন আর নির্যাতনের মধ্যেই নেই। রবং অতি বিরূপ পরিবেশেও তারা অসাধারণ সাফল্য অর্জন করতে পারেন। উল্লে¬খ্য, দশ লাখের অধিক ফিলিস্তিনি যুবক লেখাপড়ার অতি সাধারণ উপকরণ থেকেও বঞ্চিত।