তিন ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি: এডিবি
বাংলাদেশের অর্থনীতি তিনটি ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি)। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নিজস্ব কার্যালয়ে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৪’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটি এ কথা জানায়।
ঝুঁকি তিনটি হলো- রাজনৈতিক অস্থিরতার পুনরাবৃত্তি, রাজস্ব আয়ের ঘাটতি এবং বৈদেশিক সহায়তা ছাড়ে ধীর গতি।
এডিবি’র আশঙ্কা, এ তিন ঝুঁকি সঠিকভাবে মোকাবেলা করতে না পারলে অর্থনীতিতে সঙ্কট অনিবার্য হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে বলা হয়, চলতি ২০১৪ সালে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৫.৬ শতাংশে। তবে আগামীতে তা বাড়তে পারে।
প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে এডিবি’র সিনিয়র অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ২০১৩ সালের মতো রাজনৈতিক অস্থিরতা আবার ফিরে এলে বাংলাদেশের অর্থনীতি ধসে পড়বে।
তিনি জানান, অচলাবস্থায় বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান স্থবির হয়ে পড়বে। জ্বালানি ও উৎপাদন ব্যয় বড়বে। কমে যাবে রপ্তানি আয়। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হলে অর্থনীতি প্রচন্ড চাপে থাকবে। আর প্রত্যাশিত বৈদেশিক সহায়তা পাওয়া না গেলে উন্নয়ন কার্যক্রম গতি হারাবে।
এডিবি’র প্রতিবেদনে প্রবৃদ্ধি বাড়াতে জিডিপি অনুপাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেয়া হয়।
এতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের হার জিডিপির ২৫ থেকে ২৬ শতাংশের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিন্তু জিডিপির (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি ৭ শতাংশের উপরে নিতে হলে বিনিয়োগের হার বাড়িয়ে ৩০/৩২ শতাংশ করতে হবে। এ সময় এডিবি’র আবাসিক প্রতিনিধি ওলেগ টনকনওজেননোভ উপস্থিত ছিলেন।