হাউজ অব কমন্সে স্বাধীনতা দিবসের আলোচনা সভা

Houseরাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে অচিরেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে রাজনৈতিক দলগুলোকে সহিংতার পথ পরিহার করতে হবে। কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত ৪৩তম স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা অভিমত ব্যাক্ত করে বলেন অচিরেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
৩১ মার্চ সন্ধ্যায় হাউজ অব কমন্সে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ মেহফুজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গেষ্ট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন ইকোনমিক সেক্রেটারী অব টেজারী নিকি মর্গান এমপি, বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ঈমাম, বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা সাবি উদ্দিন আহমেদ, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভাইস চেয়ার মুকিম আহমেদ, বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ড. মশিউর রহামন, তারানা হালিম এমপি, মাইকেল এলিস এমপি, বেন গ্লামার এমপি, অলোক শর্মা এমপি, বব ব্লাকম্যান এমপি।
সভাপতির বক্তব্যে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ার মেহফুজ আহমেদ বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বলেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্পৃতিতে বিশ্বাসী, সাম্প্রদায়িক সম্পৃতি ধরে রাখতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান মেহফুজ আহমেদ শাপলা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রমের বিবরন তুলে ধরেন বলেন শিক্ষা ও আর্থমানবতার কল্যাণে কাজ করছে শাপলা এই প্রজেক্টের কার্যক্রমকে বাংলাদেশে আরো প্রসারিত করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
তিনি বলেন আট বছরে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের মাধ্যমে ব্রিটিশ বাঙ্গালীরা কনজারভোিটবের রাজনীতিতে সক্রিয় হচ্ছে, ইতিমধ্যেই বৃটেনের প্রতিটি শহরে গঠিত হয়েছে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের শাখা লন্ডনে রয়েছে ১০টি ব্রাঞ্চ। ২০১৫ সালের নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে বিজয়ী করতে ব্রিটিশ বাংলাদেশীদের প্রতি কাজ করার আহবান জানান।
সভায় হোষ্ট হিসেবে দায়িত্ব পালন করেন রিচার্ড ফোলার এমপি, কনজাভেটিভের প্রেসিডেন্ট এ্যানমেইন এমপির লিখিত বক্তব্য পাঠ করেন অনারারী ভাইস চেয়ার এনামুল হক চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেন সাবরিনা হোসেন, মীনা রহমান, অধ্যাপক শাহগীর বখত ফারুক,এনাম আলী এমবিই, নাজ আলী, শিশু মিয়া, সেলিম চৌধুরী, রাহাত খান, হেলাল আহমেদ চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button