ওবামার নতুন স্বাস্থ্যসেবা নিতে লাখো মানুষের ভিড়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন স্বাস্থ্যবীমা পরিকল্পনার গ্রাহক হতে সোমবার লাখ লাখ মানুষ ভিড় জমিয়েছে। ওবামার স্বাস্থ্যসেবা আইনের অধীনে নাম নিবন্ধন করতে গিয়ে ওয়েবসাইটে কারিগরি সমস্যা দেখা দেয় এবং অন দ্য স্পট নিবন্ধন কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।
রিপাবলিকানরা আবারো এই আইনটি বাতিলের প্রতিজ্ঞা করেছে। তাদের মতে, এতে কর্মসংস্থান হ্রাস পাবে, ছোট ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে এবং বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।
এক মার্কিন কর্মকর্তা জানান, নতুন এই স্বাস্থ্যসেবা চালুর প্রথম দিনেই ৩০ লাখের বেশি মানুষ হেলথকেয়ার ডট গভ ওয়েবসাইটটি ভিজিট করেছে এবং রাত ৮টা নাগাদ ১০ লাখের বেশি লোক কলসেন্টারে ফোন করেছে। তবে ঠিক কতজন লোক এই স্বাস্থ্যসেবা বীমা পরিকল্পনার গ্রাহক হওয়ার পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করেছে তা পরিষ্কার নয়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক টুইটার বার্তায় লিখেছেন, ‘আমি এসিএটি (অ্যাফোরড্যাবল কেয়ার আইন) স্বার করেছি, যাতে লাখ লাখ মানুষ স্বাস্থ্যবীমার মাধ্যমে মনে শান্তি পায়।’