ফ্রান্সের প্রধানমন্ত্রী হচ্ছেন ম্যানুয়েল ভলস
ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হতে চলেছেন ম্যানুয়েল ভলসকে। সোমবার পঞ্চাশোর্ধ্ব এই অভ্যন্তরীণ মন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওঁলাদ। স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর ইস্তফা দিয়েছিলেন দেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী জন মেরি অরাল্ট। এরপরই বেছে নেয়া হয় স্টাইলিশ এ সংস্কারপন্থী রাজনৈতিক ব্যক্তিত্বকে। মঙ্গলবারই প্রধানমন্ত্রী পদে শপথ নেয়ার কথা তার।
নিজের স্টাইল ও বিনিয়োগকারীবান্ধব ভাবমূর্তি তাকে প্রাক্তন বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে একই আসনে বসিয়েছে। ফ্রাঁসোয়া ওঁলাদের এ সিদ্ধান্ত থেকেই পরির দেশের অর্থনীতির হাল ফেরাতে কড়া সংস্কারপন্থী সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন তিনি। পাশাপাশি ফ্রান্সের অপরাধসংক্রান্ত আইন আরও জোরদার করা হবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।