ফ্রান্সের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন সমাজতন্ত্রীদের ভরাডুবি
ফ্রান্সের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন সমাজতন্ত্রীদের ভরাডুবি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডানপন্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ব্যাপক ব্যবধানে পরাজিত হচ্ছে দেশটির সমাজতন্ত্রপন্থীরা। আর ডানপন্থীদের দুই জোট ইউএমপি ও ন্যাশনাল ফ্রন্ট নিজেদের বিজয় ঘোষণা করেছে। ফ্রান্সের ক্ষমতাসীন সমাজতন্ত্রী সরকার সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক জনরোষের মুখোমুখি হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি কমে যাওয়া এবং বেকারত্বের হার বেড়ে যাওয়ায় তাদের প্রতি এই গণরোষ সৃষ্টি হয়।
সমাজতন্ত্রীরা ১৫৫টি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানা গেছে। তবে মেগাসিটি প্যারিস এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। প্যারিস থেকে তাদের নারী প্রার্থী এ্যানি হিদ্যালগো মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এ্যানি প্যারিসের ইতিহাসে প্রথম নারী মেয়র। দুই দফায় ফ্রান্সের ৩৬ হাজার পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে রোববার। বিবিসি।