মার্কিন সেনা ঘাঁটিতে গুলিবর্ষণের ঘটনায় ৪ সৈন্য নিহত
আমেরিকারর টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুড সেনা ঘাঁটিতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪ সৈন্য নিহত ও অপর ১৬ জন আহত হয়েছে। ঘাঁটিটির একটি মেডিক্যাল সেন্টারে বুধবার শেষবেলায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
২০০৯ সালে একই ঘাঁটিতে একই ধরনের ঘটনায় ১৩ সৈন্য নিহত ও ৩২ জন আহত হয়েছিল। ওই ঘটনায় জড়িত থাকার দায়ে মার্কিন সেনাবাহিনীর মেজর নিদাল হ্যাসানকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
মার্কিন গণমাধ্যম দাবি করেছে, বুধবারের গুলিবর্ষণের ঘটনায় ৩৪ বছর বয়সী সৈন্য ইভান লোপেজ দায়ী এবং সে নিজের বন্দুকের গুলির আঘাতে নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে এ ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, এবারের গুলিবর্ষণের ঘটনা নিঃসন্দেহে পাঁচ বছর আগের ঘটনার ব্যাথা আবার জাগিয়ে দিয়েছে।
ফোর্ট হুডের কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী সৈন্য নিহত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে এবং সবাইকে নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে বলা হয়েছে।
আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নোরফোক শহরের একটি নৌ ঘাঁটিতে একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের ভেতর গুলিবর্ষণের ঘটনায় দু’জন নিহত হওয়ার কয়েকদিন পর টেক্সাসে এ ঘটনা ঘটল। এ ছাড়া গত সেপ্টেম্বরে নোরফোক থেকে ২০০ কিলোমিটার উত্তরে ওয়াশিংটন নেভি ইয়ার্ডে এক বন্দুকধারীর গুলিতে ১২ ব্যক্তি নিহত হওয়ার পর পুলিশের গুলিতে হামলাকারী মারা যায়।