ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনা সমাপ্ত
৯ মাসের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ফিলিস্তিন-ইসরাইল দু’দিনব্যাপী প্রথম দফা শান্তি আলোচনা সমাপ্ত হয়েছে। মঙ্গলবার ওয়াশিংটনে এই বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।
আল জাজিরা জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আবারো দুই পক্ষ বৈঠকে মিলিত হবে। বৈঠকে ফিলিস্তিনের পক্ষে মোহাম্মদ ইরাকাত ও ইসরাইলের পক্ষে সেদেশের বিচারমন্ত্রী তিজপি লিনভী নেতৃত্ব দেন। ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে ৩ বছর ধরে শান্তি আলোচনা বন্ধ থাকার পর মার্কিন পররাষ্ট্র দফতরের উদ্যোগে ঝুলে থাকা এই সমস্যার নিষ্পত্তির উদ্দেশ্যে কাজ শুরু করার পরিবেশ সৃষ্টির জন্য জন কেরি কয়েক দফা ইসরাইল ও ফিলিস্তিন সফর করেন।