অল্পের জন্য বেঁচে গেলেন পারভেজ মুশাররফ
রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মুশাররফ এবার হত্যা প্রচেষ্টা থেকে প্রাণে বেঁচে গেছেন। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী গাড়ির বহরের চলার পথে একটি বোমা বিস্ফোরিত হয়। তবে মুশাররফের গাড়ি বিস্ফোরণস্থলে পৌঁছার আগেই সেটি বিস্ফোরিত হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।
রাওয়ালপিন্ডির একটি সামরিক হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পথে বোমাটি পেতে রাখা হয়েছিল। গত জানুয়ারি থেকে বন্দি অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বিস্ফোরণে কেউ আহত হয়নি এবং কারো পক্ষ থেকে এটি পেতে রাখার দায়িত্বও স্বীকার করা হয়নি।
রাওয়ালপিন্ডির সিনিয়র পুলিশ কর্মকর্তা লিয়াকত নিয়াজি জানিয়েছেন, “একটি সেতুর নীচে পাইপলাইনের ভেতর চার কেজি ওজনের বোমা পেতে রাখা হয়েছিল। জেনারেল মুশাররফ ওই সেতুর উপর থেকে চলে যাওয়ার ২০ মিনিট আগে এটি বিস্ফোরিত হয়।” পরে তাকে বিকল্প পথে বাসভবনে পৌঁছে দেয়া হয়েছে বলে তিনি জানান। ক্ষমতায় থাকার সময়ও একাধিকবার রাস্তায় পেতে রাখা বোমা হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন মুশাররফ।
১৯৯৯ সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছ থেকে ক্ষমতা দখল করেন মুশাররফ। ২০০৮ সালে নির্বাচিত পিপিপি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে স্বেচ্ছা নির্বাসনে চলে যান তিনি। পার্লামেন্ট নির্বাচনে অংশ নেয়ার জন্য গত বছরের মার্চে দেশে ফিরে আসেন মুশাররফ। কিন্তু রাষ্ট্রদ্রোহিতাসহ আরো কিছু মামলার কারণে আর দেশত্যাগ করতে পারেননি তিনি। আইনি বাধার কারণে নির্বাচনেও অংশ নেয়া হয়নি তার।