এমপি হিরনকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি

সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে এনে আবারো ঢাকার বারিধারার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বরিশালের সাবেক মেয়র ও সদর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত হোসেন হিরণকে। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি এয়ার এ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে সরাসরি তাকে এ্যাপোলো হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এর আগে গ্লেনঈগলস হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা হিরণকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে আনার সময় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ক্রটিতে পড়লে সেটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবতরণ করে। সে সময় হিরণকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করে সাময়িকভাবে রাখা হয়েছিলো।
পরে থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে একটি থাই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। রাত সাড়ে ১০টায় থাই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে ব্যাংকক ত্যাগ করে।
এয়ার এ্যাম্বুলেন্সে হিরনের সাথে তার স্ত্রী জেবুন্নেছা আফরোজ ও মেয়ে রোশনী হোসেন তৃণা এবং ঢাকার এ্যাপোলো হাসপাতালের একজন চিকিৎসক ছিলেন।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম সাংবাদিকদের জানান, সিঙ্গাপুরের যে হাসপাতালে হিরণ চিকিৎসাধীন ছিলেন, সেখানে চিকিৎসা খুবই ব্যয়বহুল। সেখানে প্রতিদিন অন্তত ১০ লাখ টাকা দরকার। ঢাকার এ্যাপোলোতে প্রতিদিন প্রয়োজন হবে প্রায় এক লাখ টাকা। তাই পরিবারের সন্মতিতেই তাকে দেশে এনে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন শুধু মহান আল্লাহ তালার উপরে ভরসা।
উল্লেখ্য, গত ২২ মার্চ শনিবার রাত ১০টায় হিরণ বরিশাল কাবের সামনে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এ সময় তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় এ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রোববার তার মস্তিষ্কে ‘ডিকমপ্রেসিভ ক্রানেকটমি’ নামে একটি অস্ত্রোপচার করা হয়। পরে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাতে হিরণকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে মঙ্গলবার সকালে তার একটি অস্ত্রোপচার করা হয়। এরপর বিপদের শঙ্কা কিছুটা কেটে গেছে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button