রমজানের পবিত্রতা লঙ্ঘন করলে বহিষ্কার করবে সৌদি আরব

সৌদি আরবে পবিত্র রমজানের পবিত্রতা ভঙ্গকারীদের বহিষ্কার করা হবে। এ বিষয়ে সেখানে বসবাসকারী বিদেশীদের সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, পবিত্র রমজানের ভাবমূর্তি রক্ষা করতে জনসমক্ষে খাদ্য গ্রহণ, পানীয় সেবন ও ধূমপান করা যাবে না। যদি কেউ এ নিয়ম লঙ্ঘন করে তাহলে তাকে বহিষ্কার করা হবে। গতকাল অনলাইন গালফ নিউজ এ খবর দিয়েছে। আজ থেকে সেখানে শুরু হয়েছে পবিত্র রমজান। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দৈনিক আল ওয়াতান পত্রিকা লিখেছে- যাদেরকে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ধরা হবে তাদের ওপর পরীক্ষা করা হবে। প্রমাণিত হলে তাকে আইনগত শাস্তির সম্মুখীন হতে হবে। শাস্তির মধ্যে রয়েছে জেল, বেত্রাঘাত অথবা দুটিই। উপরন্তু বিদেশীদের সৌদি আরব থেকে বের করে দেয়া হতে পারে। এ বিষয়ে রাস্তায় নজরদারি করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে। তাদের সঙ্গে থাকবে গোয়েন্দারা। এ সিদ্ধান্ত সব মানুষের বেলায় প্রযোজ্য হবে। হিন্দু-মুসলিম কোন ভেদাভেদ নেই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button