লেবাননে সিরীয় শরণার্থী ১০ লাখ ছাড়িয়েছে
লেবাননে সিরীয় শরণার্থীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে দেশটি সবচেয়ে বড় শরণার্থী আশ্রয়দাতা দেশে পরিণত হয়েছে বলে জানানো হয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনে। বৃহস্পতিবার জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রতিবেদনে তিন বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধের ভয়াবহতার নতুন চিত্র তুলে ধরা হয়।
৪০ লাখ জনসংখ্যার দেশ লেবাবনে অবস্থান করা ১০ লাখ সিরীয় নাগরিক দেশটিকে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী আশ্রয়দাতা দেশে পরিণত করেছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়। দেশটিতে প্রতিদিন আড়াই হাজার শরণার্থী নতুন করে নাম নিবন্ধন করাচ্ছে। শরণার্থী শিশুদের সংখ্যা লেবাননের সরকারি স্কুলের শিশুর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
লেবানন ছাড়াও প্রতিবেশী তুরস্ক, ইরাক, জর্ডান ও মিসরে সিরিয়ার অন্তত ২৬ লাখ মানুষ অশ্রয় নিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীর দেশ হিসেবে সিরিয়া অচিরেই আফগানিস্তানকে টপকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলো ছাড়াও বাড়িঘর ছেড়ে সিরিয়ার অভ্যন্তরে অন্যত্র আশ্রয় নিয়েছে এমন নাগরিকের সংখ্যাও কম নয়। এসব শরণার্থীর কাছে ১২ সাল থেকে কমবেশি বিদেশি সাহায্য যেতে শুরু করেছে।