তরুণ ভোটারদের জন্য রুশনারার প্রচারাভিযান
যুক্তরাজ্যে প্রথমবারের মতো ভোটে অংশ নেয়া তরুণদের জন্য ‘মাই ভয়েস, মাই ভোট’ প্রচারাভিযান শুরু করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত বেথনাল গ্রীন এন্ড বো এমপি রুশনারা আলী। তরুণদের সামাজিক কর্মকান্ডে অংশ্রগ্রহণ বাড়ানো ও গণতান্ত্রিক কর্মকান্ডে সক্রিয় করতেই তার এই প্রচারণা।
‘মাই ভয়েস, মাই ভোট’ প্রচারণার উদ্বোধন করে রুশানারা বলেন, তরুণদের সামাজিক, রাজনীতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়াতে ‘মাই ভয়েস, মাই ভোট’ এর প্রচারাভিযান আনন্দের। এটা তাদের গণতান্ত্রিক অধিকার চর্চাকে আরো বাড়িয়ে দেবে।
তিনি বলেন, যদি নিজের এলাকার মানুষের জন্য একটি পছন্দ তৈরি হয় ও ভবিষ্যৎ পরিকল্পনা থাকে তবে তার প্রয়োগ ভোটের সময় ঘটানো যায়। স্বেচ্ছাসেবক ও রাজনীতিবিদদের ভেতর যদি একটা সমন্বয় তৈরি করা যায় তবে তা তরুণদের আরো উৎসাহিত করবে। আর এটি আগামী সাধারণ নির্বাচনে তাদের ভোটে অংশগ্রহণ আরো বাড়িয়ে দেবে।
উল্লেখ্য, ‘মাই ভয়েস, মাই ভোট’ বৃটেনের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আপ-রাইজিং’ এর একটি উদ্যোগ। আর এর প্রতিষ্ঠাতা হলেন রুশনারা আলী এমপি। সংস্থাটির পেট্রন হিসেবে রয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, বিরোধীদলীয় নেতা এড মিলিব্যান্ড এবং সহকারি প্রধানমন্ত্রী নিক ক্লেগ।