কংগ্রেসের প্রতি সমর্থন দিল্লির শাহী ইমামের
দিল্লির শাহী মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া দেশটির জাতীয় নির্বাচনে কংগ্রেসের প্রতি সমর্থনের ঘোষণা দিয়েছেন। তিনি ভারতের মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাদের একজন। খবর এনডিটিভি’র।
সৈয়দ আহমেদ বুখারি শুক্রবার বলেন, ‘সোনিয়া গান্ধির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আমি কংগ্রেসের প্রতি সমর্থন ঘোষণা করছি। আমাদের উচিৎ সেক্যুলার শক্তিগুলোর হাত শক্তিশালী করা।’
তিনি বলেন, ‘দুর্নীতির চেয়ে বরং সামপ্রদায়িকতা অনেক বড় হুমকি।’
২০০৪ সালে ইমাম বুখারি বিজেপির অটল বিহারি বাজপেয়ির পক্ষ নিয়ে দেশটির মুসলিম সমপ্রদায়ের রোষানলে পড়েন। ওই নির্বাচনে কংগ্রেস মুসলিমদের ৩৬ শতাংশ ভোট পায়। অন্যদিকে বিজেপি পায় মাত্র ৭ শতাংশ। ২০০৯ সালের নির্বাচনে তিনি কংগ্রেসের প্রতি সমর্থন জ্ঞাপন করেন।