সাফল্যের ১২ বছর উদযাপন করলো জেএমজি কার্গো

JMGইউরোপের বাঙালী কমিউনিটিতে সফল কার্গো প্রতিষ্ঠান হিশেবে সাফল্যের ১২ বছর উদযাপন করলো জেএমজি। কমিউনিটির শীর্ষ ব্যবসায়ী, রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, বিমানের উচচ পদস্থ কর্মকতা এবং বৃটেনের বিভিন্ন শহর থেকে আসা জেএমজির শতাধিক এজেন্টদের উপস্থিতিতে প্রদান করা হয় এওয়ার্ড ও সম্মাননা পদক। অনুষ্ঠানে আসা সকলেই এক বাক্যে বলেছেন, উন্নত গ্রহকসেবা ও কম মূল্যে মালামাল প্রেরনের কারনেই  কমিউনিটির কাছে গ্রহনযোগ্যতা লাভ করেছে জেএমজি। অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিমানের এমডি কেবিন স্ট্রিল বলেছেন, জেএমজির মতো একটি কার্গো প্রতিষ্ঠানের আকাশচুম্বি সফলতা আমাদের গর্বিত করেছে। বৃটেনের গ্রাহকদের মন জয় করে জেএমজি এখন ইউরোপেও ছড়িয়ে পড়েছে। এটি বিমানের একটি লাভজনক খাত হিশেবে গড়ে উঠছে। তিনি আগামী দিনগুলোতে জেএমজির আরো সফলতা দেখতে চান বলে মন্তব্য করেন।
ব্রিটেন ও ইউরোপে বসবাস করেন এমন খুব কম প্রবাসী আছেন, যারা জেএমজি কার্গোর নাম শুনেননি। এমন একটি সফল প্রতিষ্ঠান পার করলো তার সাফল্যের ১২ বছর। জেএমজির যুগপূর্তি এই অনুষ্ঠানে সম্মাননা দিলো এজেন্টদের। সারাদেশ থেকে আসা এসব এজেন্টরাও স্বীকৃতি দিলেন জেএমজির সাফল্যের।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে তুলে দেওয়া হয় সম্মাননা সার্টিফিকেট ও এওয়ার্ড। এর মধ্যে আউটস্টেডিং এচিভমেন্ট এওয়ার্ড, টপ টেন সেলস এওয়ার্ড, নিউকামারস এওয়ার্ড ও জেএমজি ইউরোপ এওয়ার্ড প্রদান করেন অতিথিরা। জেএমজি‘র চেয়ারম্যান মনির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটেনের শ্যাডো এডুকেশন মিনিস্টার রোশানারা আলী এমপি, টাওয়ার হ্যমলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, বিমানের কান্ট্রি ম্যানেজার আতিক রহমান চিশতী, বাংলাদেশ হাইকমিশনের কর্মাশিয়াল কনস্যুলার মিসেস শরীফা খানম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস মেয়র প্রার্থী জনবিগস, সাবেক লেবার লিডার কাউন্সিলার মতিনুজ্জামান, বিমানের সাবেক কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আলী,  বিবিসিসি-র প্রেসিডেন্ট মাহতাব চৌধুরী, চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং এডিটর রেজা আহমেদ ফয়সল চৌধুরী সুয়েব, এটিএন বাংলার সিইও হাফিজ আলম বক্স, জেএমজি হিথ্রো শাখার চীফ আলী সাদেক শিপু, বিশিষ্ট রাজনীতিবিদ ও  সাপ্তাহিক বাংলা টাইমসের সিইও এটিইউ তাজ রহমান, বিবিসিসি-র ফাইন্যান্স ডিরেক্টর মহিব চৌধুরী, ডিসিএফবি-র  চেয়ারম্যার মনির হোসাইন, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, এটিএন বাংলার এমডি সুফি মিয়া, সাপ্তহিক জনমত এর বার্তা সম্পাদক মুসলেহ উদ্দিন, জেএমজি-র  সিইও দিলারা খানম জেনী ও মাহবুব এন্ড কোম্পানীর চেয়ারম্যান একাউন্টেন্ট মাহবুব মোরশেদ।
রোশানারা আলী এমপি বলেন, একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সমাজ, দেশ ও অসহায় মানুষের প্রতি কতটুকু আন্তরিক সেটার বাস্তব স্বাক্ষী মনির আহমদ। ব্যবসার পাশাপাশি তিনি সব সময় সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও যদি তিনি এভাবে কাজ করে যান তবে বিমান সব সময় তার পাশে থাকবে।
মেয়র লুৎফুর রহমান বলেন, জেএমজির মতো একটি সফল প্রতিষ্ঠানেরর যাত্রা টাওয়ার হ্যামলেটস থেকে শুরু হয়েছিলো বলে আমি গর্বিত। এই প্রতিষ্ঠান স্থানীয় মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে যে অবদান রাখছে তা সমাজের জন্য কল্যানকর। পাশাপাশি সততা ও বিশ্বস্ততার জন্য অন্যান্য প্রতিষ্ঠানের জন্য উদাহরন হয়ে আছে।
বিমানের টিকিট বিক্রেতা এজেন্ট ট্রাভেল এজেন্সির সাথে অতীতে প্রতিযোগিতায় ঠিকতে পারেনি কার্গোও সেলস ভলিয়ম। অথচ এই কঠিন কাজকেও চলতি বছর জয় করেছে জেএমজি। বিমানের টপ সেলস এজেন্ট হিশেবে ৪র্থ স্থান অর্জনকারী জেএমজিকে মধ্যমসারীর টিকেট বিক্রেতার সমমান বলে স্বীকৃতি দিলেন বিমানের কান্ট্রি ম্যানেজার আতিক রহমান চিশতী।
‘চ্যানেল এস’ এর জনপ্রিয় উপস্থাপক ফারহান মাসুদ খান ও বিবিসি এশিয়ান নেটওয়ার্ক এর উপস্থাপক ব্যারিস্টার নাদিয়া আলীর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের হোষ্টদ্বয়কে পরিচয় করিয়ে দেন  দি সান রাইজ রাইজ টুডে সম্পাদক এনাম চৌধুরী।
কম সময়ে মেধা ও পরিশ্রমের বিনিময়ে যিনি এ ব্যবসার সুনাম ও খ্যাতি অর্জন করেছেন তিনি জেএমজির কর্নধার মনির আহমদ। আগামী দিণগুলোতে তিনি চান তার সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকুক। অনুষ্ঠানে সমাপনি বক্তব্যে তিনি বলেন, জেএমজির সফলতার সাথে আমার একক কোন কৃতিত্ব নেই। এই কৃতিত্ব কমিউনিটির মানুষের। তিনি জেএমজির এজেন্ট ও গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আপনারা না থাকলে আমার পক্ষে এতদূর আসা সম্ভব হতো না। তিনি বিমান বাংলাদেশ এয়ার লাইনস্ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, কার্গো প্রেরণ প্রক্রিয়াকে সহজতর না করলে কার্গো ব্যবসা এতো সফল ব্যবসায় পরিণত হতো না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button