পুঁজি বাজারে আড়াই ঘণ্টায় ২৯০ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতা পরিলক্ষিত হয়েছে।  লেনদেন শুরুর প্রথম আড়াই ঘন্টা পর অর্থাৎ বেলা ১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১০ পয়েন্ট কমে চার হাজার ৬১০ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৯০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১৪৫টির এবং অপরির্বতিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়। অপরদিকে আজকের লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো- হাইডেলবাগ সিমেন্ট, লাফাজ সুরমা, গ্রামীণ ফোন, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, এপেক্স ফুড, মেঘনা পেট্রোলিয়াম, বিএসসিসিএল ও বিএসসি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button