ভিসা জালিয়াতিতে জড়িত ৬ বাংলাদেশী গ্রেপ্তার
কুয়েত প্রবাসী ৬ বাংলাদেশীকে ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। আল ওয়াতান আরবি দৈনিকের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, সরকার যেসব বাংলাদেশীকে কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তাদেরকে নেপালের পাসপোর্ট ইস্যু করতো ৬ জনের ওই দল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলিব আল শুয়োখ এলাকায় সন্দেহভাজনদের অপারেশন ঘাঁটি থেকে তাদেরকে গ্রেপ্তার করে। সেখানে তারা ৬০০ কুয়েতি দিনারের বিনিময়ে ভিসা ইস্যু করতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সুলেইমান আল ফাহাদ নাগরিত্ব ও পাসপোর্ট বিষয়ক সহকারী উপমন্ত্রী মেজর জেনারেল ফয়সাল আল নওয়াফকে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। গ্রেপ্তারের সময় পুলিশ কর্মকর্তারা একাধিক নেপালি পাসপোর্ট, রেভিনিউ স্ট্যাম্প, স্ক্যানার এবং নগদ অর্থ আটক করে। বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।