মুসলিম এইডের প্রধান নির্বাহী হলেন বাংলাদেশি হামিদ আজাদ
বাংলাদেশি বংশোদ্ভূত হামিদ আজাদ যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক খ্যাতনামা ত্রাণ ও উন্নয়ন সংস্থা মুসলিম এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। সংস্থার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত চার বছর তিনি মুসলিম এইডের সহকারী প্রধান নির্বাহী ছিলেন। এর আগে ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি এই সংস্থার বৈদেশিক কর্মসূচির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ফেইথ রিজেনের কমিউনিটি ও আন্তর্জাতিক কর্মসূচির প্রধান হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন।
সাহায্য সংস্থা ও কমিউনিটি উন্নয়ন কর্মসূচিতে তার ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে।
মুসলিম এইডের চেয়ারম্যান ড. মানাজির আহসান বলেন, ‘মুসলিম এইডের প্রধান নির্বাহী হিসেবে হামিদ আজাদকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ত্রাণ ও উন্নয়ন কর্মসূচিতে তিনি অভিজ্ঞতায় সমৃদ্ধ।’
হামিদ আজাদ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই চ্যালেঞ্জিং কাজের দায়িত্ব নিতে পেরে আমি বিনম্র বোধ করছি। আমি মুসলিম এইডকে ভালোবাসি এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আমি সবসময়ই উৎসাহী। এই মহান সংগঠনের উন্নয়নে এবং মানবতার সেবায় আমি নিরলসভাবে কাজ করে যাবার প্রতিশ্রুতি দিচ্ছি।’
উল্লেখ্য, দুর্যোগ-আক্রান্ত দেশ ও দরিদ্র মানুষের সেবার জন্য ১৯৮৫ সালে যুক্তরাজ্যে মুসলিম এইড প্রতিষ্ঠিত হয়। গত ২৭ বছর যাবৎ সংস্থাটি বিশ্বের ৭০টি দেশের তার সেবার পরিধি বিস্তৃত করেছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকেই সাহায্য করে থাকে মুসলিম এইড।