বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ : মজিনা
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নয়; মধ্যম আয়ের দেশ। এ দেশ উন্নয়ন ও সম্ভাবনার দেশ। রবিবার পাবনা সার্কিট হাউসে জেলা প্রশাসন ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশকে এখন থেকে আর দরিদ্র দেশ হিসেবে পরিচিতি পাবে না। এটা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
বাংলাদেশকে জানতে এবং বুঝতে সারাদেশে ঘুরছেন জানিয়ে মজিনা বলেন, এখানকার কৃষকরা খুবই ভালো। আমি আসার সময় একটি বাজারে এতো পেঁয়াজ দেখেছি যা বিম্ময়কর।
সভায় মার্কিন রাষ্ট্রদূত পাবনার অর্থনৈতিক উন্নয়ন, কৃষকদের সমস্যা ও সম্ভাবনা এবং প্রাথমিক শিক্ষাসহ সার্বিক শিক্ষা ব্যবস্থার কথা জানতে চান।
সভায় পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) ড. ফারুক আহমেদসহ অনেকেই বক্তব্য রাখেন।
পরে তিনি পাবনার রত্নদ্বীপ রিসোর্ট, প্রাচীন ভবন শীতলাই হাউজ, তারাশ বিল্ডিংসহ কয়েকটি প্রাচীন নিদর্শন পরিদর্শন করেন।