ভারতে পৃথিবীর সর্ববৃহৎ ভোট লড়াই শুরু

Indiaপৃথিবীর সর্ববৃহৎ ভোট লড়াই  শুরু হয়েছে ভারতে। সোমবার সকাল থেকে শুরম্ন হওয়া নয় পর্বের এ নির্বাচন চলবে ১২ মে পর্যন্ত। নির্বাচনের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির (বিজেপির) মধ্যে।
প্রথম দিনে ভোট হচ্ছে ছয়টি আসনে। আসামের পাঁচটি এবং ত্রিপুরার দুটি আসনের মধ্যে একটিতে আজ ভোট হচ্ছে। নির্বাচনের ভোট গণনা হবে ১৬ মে।
আসামের রাজ্যের তেজপুর, কোলিয়াবোর, জোড়হাট, ডিব্রুগড় ও লাখিমপুর আসনে আজ ভোট হচ্ছে।
কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি (বিজেপি), তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি (এএপি), অসম গণপরিষদ (এজিপি), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ঙবাদী) বা সিপিআই (এম), অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ) এবং সমাজবাদী পার্টিসহ (এসপি) আরও কয়েকটি দলের মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কংগ্রেসের প্রার্থীরা হলেন কেন্দ্রীয় সরকারের বর্তমান আদিবাসীবিষয়ক প্রতিমন্ত্রী রানি নারাহ, কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমান এমএলএ বিজয় কৃষ্ণ হান্ডিক, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে সৌরভ গগৈ ও ভূপেন কুমার বোরা।
আর বিজেপির প্রার্থীদের মধ্যে আছেন দলের রাজ্য কমিটির সভাপতি সর্বানন্দ সনোওয়াল ও কামাখ্যা প্রসাদ তাসা। অসম গণপরিষদ থেকে নির্বাচন করছেন অরুণ কুমার শর্মা, প্রদীপ হাজারিকা ও যোসেফ টপ্পো। আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার কমান্ডার হীরা সারানিয়া ওরফে নব কুমার সারানিয়াও নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
আসামের পাঁচটি আসনে আট হাজার ৫৮৮টি কেন্দ্রে ভোট হচ্ছে। সব কটি কেন্দ্রই ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। উত্তর-পূর্ব ভারতে এই প্রথমবারের মতো ভোটকেন্দ্র ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।
আসামে পরের দফায় ১২ এপ্রিল ভোট নেওয়া হবে তিনটি আসনে। ত্রিপুরা রাজ্যে লোকসভার আসন মাত্র দুটি। এর একটি পশ্চিম ত্রিপুরা আসনে আজ ভোট হচ্ছে। এখানে মোট প্রার্থী ১৩ জন। এই রাজ্যের অন্য আসনটিতে ভোট হবে ১২ এপ্রিল।
পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় মোট আসন ৫৪৩টি। এবার অনুষ্ঠিত হচ্ছে লোকসভার ১৬তম নির্বাচন। দেশটির জনসংখ্যা এখন প্রায় ১২৭ কোটি। এর মধ্যে ভোটার ৮১ কোটি ৪৫ লাখ। ক্ষমতায় আসতে হলে দলীয় বা জোটগতভাবে কমপক্ষে ২৭২টি আসনে জয় লাভ করতে হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button