বিশ্ব টি২০ দলের অধিনায়ক ধোনি, পাকিস্তান বাংলাদেশের কেউ নেই
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাশের ব্যক্তিগত পারফরমেন্সের ভিত্তিতে বিশ্ব টি২০ একাদশ ঘোষণা করেছে। এতে অধিনায়ক করা হয়েছে ভারতের মহেন্দ্র সিং ধোনিকে। দলে পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই।
দলে ভারতের রয়েছেন চারজন, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের দুজন করে, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড ও শ্রীলঙ্কার আছেন একজন করে।
এই দল নির্বাচন কমিটির প্রধান ছিলেন আইসিসি ম্যাচ রেফারি প্যানেলের চেয়ারম্যান ডেভিড বুন। এই দলের সদস্যদের মধ্যে ছিলেন আম্পায়ার প্যানেলের সদস্য ম্যারিইস ইরাসমাস, পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন, সাবেক ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার ইয়ান বিশপ এবং বাংলাদেশের ক্রিকেট সাংবাদিক উৎপল শুভ্র।
পূর্ণ দল : রোহিত শর্মা (ভারত), স্টেফেন মাইবার (নেদারল্যান্ড), বিরাট কোহলি (ভারত), জে পি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়ে (অস্ট্রেলিয়া), মহেন্দ্র সিং ধোনি (ভারত, অধিনায়ক), ড্যারেন সামি (ওয়েস্ট ইন্ডিজ), রবিচন্দ্রন আশ্বিন (ভারত), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ), লসিথ ম্যালিঙ্গা (শ্রীলঙ্কা); দ্বাদশ খেলোয়াড় : কৃশমার স্যানটোকি (ওয়েস্ট ইন্ডিজ)।