ক্রেস্টে ভেজাল প্রসঙ্গে সচিব
কে কী করেছে সেটা আমার বলার বিষয় নয়
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখার জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে দেয়া ক্রেস্টে ভেজাল থাকার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মো, মোশাররফ হোসাইন ভূইয়া বলেছেন, ক্রেস্ট তৈরির বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগের কাজ ছিল না। তাই এ বিষয়টি তাঁর বলার বিষয় নয়।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে সাংকবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন।
একটি পত্রিকায় ‘ক্রেস্টের স্বর্ণের ১২আনাই মিছে!’ শিরোনামে প্রকাশিত সংবাদ বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে মোশররাফ হোসাইন ভূঁইঞা বলেন, প্রত্যেকটি কাজের একটি বিভাজন থাকে। তাদের কাজ ছিল সাইটেশন ও দাওয়াত কার্ড তৈরি করা এবং আসন বিন্যাস করা। কিছু কাজ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রাণালয়। তাই কে, কী করেছে সেটা আমার বলার বিষয় নয়।