নারী সেজে ভিক্ষা
৫১ হাজার রিয়ালসহ কাতারে ধনী ভিক্ষুক আটক
কাতার পুলিশ ৫১ হাজার কাতারি রিয়ালসহ (প্রায় ১৩,৬১২ ডলার) এক আরব ভিক্ষুককে আটক করেছে। তিনি দোহায় বাড়ি বাড়ি ভিক্ষা করতেন। স্থানীয় আরবি পত্রিকা আল ওয়াতান এ খবর দিয়েছে।
কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ। দেশগুলোতে প্রধানত বিদেশীরাই ভিক্ষা করে। ওইসব ভিক্ষক খোঁজার সময় পুলিশ ওই আরব নারীকে আটক করেছে। থানায় নেয়ার পর তার কাছে ৫১,৭৯১ কাতারি রিয়াল ও একটি মোবাইল ফোন পাওয়া যায়।
আরব দেশগুলোতে নারী সেজে ভিক্ষা করা হয় বলেও খবর পাওয়া গেছে। গত অক্টোবরে সৌদি আরবের রাজধানী রিয়ালের কাছে এক যুবককে নারী সেজে ভিক্ষা করার সময় গ্রেফতার করা হয়। নারীরা বেশি ভিক্ষা পায়, এই বিশ্বাসে এ কাজ করা হচ্ছে। আরেকটি ঘটনায় দেখা গেছে, নারী সাজা এক ভিক্ষুক দিনে ২০০ রিয়াল পর্যন্ত আয় করে। জুমার নামাজের পর মসজিদগুলোতে ভিক্ষা বেশি দেয়া হয় বলে পত্রিকাটি জানায়।