ক্রিমিয়ার পথে ডোনেটস্ক
ক্রাইমিয়ার পর এবার স্বাধীনতা ঘোষণা করলো ইউক্রেনের পূর্বাঞ্চলের ভূখণ্ড ডোনেৎস্কের রুশপন্থি বিদ্রোহীরা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইতার তাস জানিয়েছে, রাশিয়ার কাছে শান্তিরক্ষী চেয়ে আবেদন করেছে তারা। ডোনেস্কে থাকা ইউক্রেনের আঞ্চলিক সরকারি ভবন দখল করে নিয়েছে রুশপন্থি বিদ্রোহীরা।
ইন্টারনেটে পাওয়া ভিডিওতে দেখা গেছে, রুশপন্থি বিদ্রোহীদের একজন মুখপাত্র, ডোনেস্ককে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। গণতান্ত্রিক ডোনেস্ক নামের নতুন রাষ্ট্র প্রতিষ্ঠায়, মে মাসের এগারো তারিখের আগেই, গণভোট আয়োজনের কথা জানিয়েছে বিদ্রোহীরা। ডোনেস্ক ছাড়াও, পূর্বাঞ্চলের লুহানস্ক এবং খারকিভ অঞ্চলেও সরকারি ভবন দখল করেছে রুশপন্থিরা।