যুক্তরাষ্ট্র বিশ্বে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে : অ্যাসাঞ্জ

Wikiঅনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, আমেরিকা ও তার মিত্ররা গুপ্তচরবৃত্তির মাধ্যমে গোটা বিশ্বের ওপর দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে। ডব্লিউএইচডিডট গ্লোবাল নামের বিশ্ব সম্মেলনে দেয়া ভাষণে এ কথা বলেছেন অ্যাসাঞ্জ। গ্রেফতার এড়ানোর জন্য ২০১২ সাল থেকে লন্ডনস্থ ইকুয়েডরের দূতাবাসে অবস্থান করছেন অ্যাসাঞ্জ এবং সেখান থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে এ ভাষণ দেন তিনি। ডব্লিউএইচডিডটগ্লোবাল ২০১৪ নামের এ সম্মেলন জার্মানির রাস্ট শহরের ইউরোপা-পার্কে অনুষ্ঠিত হয়েছে। জুলিয়ান অ্যাসাঞ্জ ‘ইন্টারনেটে উপাত্ত সংক্রান্ত গোপনীয়তা ও  জনগণের স্বাধীনতা’ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, রাশিয়ায় ক্রিমিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি পাশ্চাত্যের সংবাদ মাধ্যম জোরালো ভাষায় তুলে ধরছে। কিন্তু এ সব প্রচার মাধ্যম ভুলে যাচ্ছে, ‘পঞ্চ চক্ষু’  বা ‘ফাইভ আইজ’ নামে পরিচিত ইংরেজিভাষী পাঁচটি দেশ নিয়ে গঠিত সংস্থা গোয়েন্দা তৎপরতা চালিয়ে গোটা বিশ্বকে নিজেদের কব্জায় নিয়ে এসেছে।
এ সব দেশ কম্পিউটার ব্যবস্থা এবং যোগাযোগ প্রযুক্তির ওপর দখল স্থাপন করে বিশ্বকে করায়ত্ত করেছে।  ইংরেজিভাষী এ পাঁচটি দেশ হলো আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button