আসছে ‘আইফোন ৫সি’!

5Cদীর্ঘদিন ধরেই বাজার গবেষকেরা বলছেন শিগগিরই সাশ্রয়ী দামের একটি আইফোন আনবে অ্যাপল। এবারে এক ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, আইফোনের নতুন সংস্করণের নাম হতে পারে ‘আইফোন ৫ সি’। এ ফোনে থাকবে ফিংগার প্রিন্ট শনাক্ত করার প্রযুক্তি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
বাজার গবেষকেরা জানিয়েছেন, আইফোনের নামে কী যায় আসে?  তবুও নতুন পণ্যের ক্ষেত্রে নামটিও অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবারে সাশ্রয়ী আইফোনের নাম নিয়ে চলছে নানা গুঞ্জন।
অ্যাপল কর্তৃপক্ষ কখনও গুঞ্জন বা ফাঁস হওয়া তথ্য সম্পর্কে মুখ খোলে না। সম্প্রতি চীন থেকে ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে চীনা নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের লোগোযুক্ত ‘আইফোন ৫ সি’ নাম লেখা প্লাস্টিক প্যাকেট তৈরি করছে। চীনের উয়িফোন নামের একটি ওয়েবসাইটে এ ছবি ফাঁস হয়েছে। গবেষকেরা বলছেন, সাশ্রয়ী দামের আইফোন বেশ কয়েকটি রঙে বাজারে আসবে। আর এ ফোনগুলো বাজারে আনতে ব্যবহূত হবে প্লাস্টিকের প্যাকেট।
অবশ্য, অ্যাপলের সাশ্রয়ী আইফোনের নাম নিয়ে চলা গুঞ্জনে বেশ কয়েকটি ওয়েবসাইটে একে ‘আইফোন ৫এস’ বলা হচ্ছে। শক্ত প্লাস্টিক বা পলি-কার্বনেটের কাঠামোতে তৈরি চার ইঞ্চি মাপের এই আইফোন ২০০ ডলারের মধ্যে বিক্রি করতে পারে অ্যাপল।
বাজার বিশ্লেষকেরা বলছেন, এশিয়া ও উন্নয়নশীল দেশগুলোর বাজার ধরতেই সাশ্রয়ী আইফোন বাজারে আনবে অ্যাপল। চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ আইফোনের নতুন সংস্করণ হাতে পাবেন অ্যাপল-ভক্তরা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button