বিশ্বব্যাপী দুর্দশাগ্রস্ত মুসলমানদের সহায়তা দেবে ওআইসি
বিশ্বব্যাপী যুদ্ধবিধ্বস্ত, দুর্দশাগ্রস্ত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মুসলমানদের সহায়তা করতে একটি পদ্ধতি প্রণয়নের পরিকল্পনা গ্রহন করেছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।
গত রোববার জেদ্দায় ওআইসির হিউম্যান অর্গানাইজেশন কাউন্সিলের প্রথম বৈঠকে ভাষণদানকালে সংস্থাটির মহাসচিব ইয়াদ মাদানি বিষয়টি প্রকাশ করেন।
মাদানি বলেন, মুসলমানদের সাহায্য করতে কর্মরত নির্দিষ্ট মানবাধিকার সংগঠনগুলোর অর্থায়ন ও রাজনৈতিক অভিপ্রায় নিয়ে ওআইসির বেশকিছু সদস্য রাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।
ওআইসির পরামর্শদাতা সংস্থা হিসেবে বেসরকারি মানবাধিকার সংগঠনগুলোকে অনুমোদন দিতে ২০১৩ সালের ডিসেম্বরে কোনাক্রি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে গৃহিত প্রস্তাবনাসমূহ বাস্তবায়নের লক্ষ্যেই জেদ্দায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের নাগরিক সমাজ ও বিশ্বব্যাপী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেয়।
মাদানি দুর্দশাগ্রস্ত মানুষের জীবন রক্ষার্থে মাঠ পর্যায়ে কর্মরত সংস্থাগুলোর কর্মীদের উন্নত প্রশিক্ষণ, সামর্থ্য বৃদ্ধি এবং ভালো সমন্বয় গড়ে তোলার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
মুসলিম মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে অভিন্ন লক্ষ্য বিকাশে ওআইসি অবশ্যই সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান মাদানি।