রমজানে ওবামা’র শুভেচ্ছা
পবিত্র মাহে রমজান শুরুর প্রাক্কালে বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার সহধর্মিণী মিশেল ওবামাও অভিনন্দন জানিয়েছেন। ওবামা তার বিবৃতিতে বলেন, বিশ্বের ১৫০ কোটি মুসলিমের জন্য রমজান হলো গভীর আত্মবিবেচনা, রোজা রাখা ও ঈশ্বরের প্রতি নিবেদনের সময়। এ সময়টি পরিবার ও বন্ধুরা এক সঙ্গে মিলে বিভিন্ন ধর্মবিশ্বাসের মানুষকে একত্রে আবদ্ধ করার নীতি উদযাপনের একটি সুযোগ। মানুষের প্রতি শান্তি, ন্যায়বিচার, সমতা ও সমবেদনার অঙ্গীকার উদযাপনে আমাদেরকে একে অপরের থেকে প্রায় সময়ই দূরে সরিয়ে দেয় যে বিভেদগুলো এই বন্ধনগুলো তার থেকে অনেক বেশি শক্তিশালী। এই মাস আমাদেরকে আরও মনে করিয়ে দেয় যে স্বাধীনতা, মর্যাদা ও সুযোগ-সুবিধা সকল মানুষের অবিসংবাদিত অধিকার। আমরা এই সব সর্বজনীন মূল্যবোধগুলো নিয়ে এমন একটি সময়ে বিবেচনা করছি যখন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাব্যাপী অনেক নাগরিক তাদের এই সব মৌলিক অধিকারের জন্য লড়াই করছেন। লাখ লাখ শরণার্থী নিজ বাসস্থান থেকে দূরে কোথাও রমজান পালন করছেন। যারা এমন একটি বিশ্ব গড়তে চান যেখানে সকল মানুষ নিজ ভবিষ্যৎ নির্ধারণ করতে এবং সহিংসতার ভয়ভীতি ছাড়াই নিজের ধর্মচর্চা করতে পারবেন, যুক্তরাষ্ট্র তাদের পাশে রয়েছে। ওবামা বলেন, রমজান আমাদের মনে করিয়ে দেয় যে লাখ লাখ মুসলিম আমেরিকানরা আমাদের জাতিকে সমৃদ্ধ করেন প্রতিদিন। আমাদের সরকার ব্যবস্থায় কাজ করেন। বৈজ্ঞানিক উদ্ভাবনে নেতৃত্ব দেন, কর্মসংস্থান সৃষ্টি করেন এবং আমাদের প্রতিবেশীদের প্রয়োজনে সেবা দেন। বিগত চার বছরে প্রত্যেক বারই আমি হোয়াইট হাউসে ইফতার পার্টি আয়োজনের সম্মান অর্জন করেছি। যেসব মুসলিম আমেরিকান উদ্যোক্তা, সমাজকর্মী ও শিল্পী হিসেবে আমাদের দেশে অবদান রাখছেন এ বছরও আমি তাদের স্বাগত জানানোর প্রত্যাশা করছি। এবারের ‘রমজান মোবারক’ আমেরিকা ও বিশ্বব্যাপী মুসলমানদের আনন্দ ও সমঝোতায় পরিপূর্ণ একটি মাস হবে বলেও প্রত্যাশা করেন বারাক ওবামা।