রিজার্ভ রেকর্ড ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রথমবারের মতো ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। রেমিটেন্স বাড়ার পাশাপাশি আমদানি কমে যাওয়ায় রিজার্ভ এই মাইলফলকে পৌঁছেছে।
ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন।
গত বুধবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ১৯ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। তখনি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা অচিরেই রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের আশা প্রকাশ করেছিলেন।
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল ১৯১৫০.৫ মিলিয়ন মার্কিন ডলার।
২০০৯ সালের ১০ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলার।