যুক্তরাষ্ট্রের স্কুলে কিশোরের ছুরিকাঘাতে আহত ২২
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে ছুরি হাতে তাণ্ডব চালিয়েছে অ্যালেক্স রাইবেল নামে এক কিশোর। তার এলাপাথারি ছুরিকাঘাতে আহত হয়েছে স্কুলের ২১ শিক্ষার্থী ও এক নিরাপত্তা কর্মী।
বুধবার দুপুরে পেনসিলভেনিয়ার পিটসবার্গ শহরতলির মারিসভিলের ফ্র্যাঙ্কলিন রিজিওনাল হাইস্কুলে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার হঠাৎ করেই কোনো কারণ ছাড়া অ্যালেক্স নামে ১৬ বছরের ওই কিশোর ১০ ইঞ্চি ফলার একটি ধারালো ছুরি নিয়ে বিভিন্ন ক্লাস রুমে হামলা চালায়। টানা ৩০ মিনিট ধরে একের পর এক ক্লাসরুম ও হলঘরের ২০০ ফুট জায়গা জুড়ে ১০ ইঞ্চির ধারালো ছুরি নিয়ে নির্বিচারে ছাত্রছাত্রীদের ওপর চড়াও হয় সে। আহতদের মধ্যে ৫ জন ছাত্রের অবস্থা আশংকাজনক। একজন ছাত্রের যকৃৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ছুরির আঘাতে।
এরইমধ্যে পুলিশ অভিযুক্ত অ্যালেক্স রাইবেলকে গ্রেপ্তার করেছে। নাবালক হলেও এই অপরাধের বিচারে তাকে একজন প্রাপ্তবয়স্ক হিসেবেই দেখা হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
এদিকে চাঞ্চল্যকর এই ঘটনার পর স্কুলটি খালি করে দেয়া হয়েছে। স্কুলের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, আপাতত স্কুলে ক্লাস বন্ধ থাকবে। বেশ কয়েকজনের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে জানিয়েছেন চিকিৎসকেরা। আক্রান্তদের শরীরে আঘাত রয়েছে এবং তা মারাত্মক বলে জানা গিয়েছে। দুজনকে সঙ্গে সঙ্গে অপারেশন রুমে নিয়ে যেতে হয়েছে।
পুলিশ স্কুলের শিক্ষার্থীদের সাহসের প্রশংসা করে বলেছে, এরকম পরিস্থিতিতেও তারা নিজেদের মানসিক স্থিতাবস্থা হারায়নি। সহপাঠীদের রক্তপাত বন্ধ করতে প্রাথমিক চিকিৎসাটুকু সেরেছেন তারাই।
মারিসভিলের গভর্নর টম করবেট এদিন বলেন, ‘আমার ছাত্ররাই আসল নায়ক। তারা আহত বন্ধুদের বিপদের সময় ছেড়ে পালায়নি।’