৪.১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেল বিশ্ববিদ্যালয় ছাত্র
যুক্তরাষ্ট্রের সান দিয়াগো শহরের একজন বিশ্ববিদ্যালয় ছাত্র যুক্তরাষ্ট্র সরকার থেকে ৪.১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেয়েছে। এর আগে সেই দেশটির একটি প্রিজন সেলে চারদিনের অধিক অভুক্ত অবস্থায় ছিল। তার উকিল এ বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১২ সালে তাকে ড্রাগ নেওয়ার অভিযোগে আটক করা হয়, কিন্তু তার বিরোদ্ধে কোন অভিযোগ আনা হয়নি।
এদিকে তার উকিল বলেন, তাকে ৫ বাই ১০ ফুট একটি প্রিজন সেলে রাখা হয়। সেখানে কোন জানালা ছিলনা। বেচেঁ থাকার জন্য তাকে প্রিজন সেলে পেশাব খেতে হয়েছিল। সেই পেশাব করে একটু একটু করে খেত, কারণ গত চারদিনের অধিক সময় ধরে সেই কোন খাবার খেতে পারেনি। আর কোন কর্মকর্তাও সেই প্রিজন সেলে যায়নি। সেই প্রিজন সেলের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণের জন্য অনেক চিৎকার করেছিল, কিন্তু কোন সাড়া পায়নি।
সর্বশেষ, পঞ্চম দিনে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে সেই বর্তমানে কিডনি সমস্যাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। এছাড়া তার ৭ কেজি ওজন কমে গিয়েছে।
উল্লেখ্য, সেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির একজন ছাত্র।