ইসলামী লেখক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে লেখকদের মিলন মেলা
বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী ২০১৪ বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে ফটোজার্নাালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে শুক্রবার দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক লেখক অংশ নেন। ফোরামের কার্যক্রম পর্যালোচনা, স্বরচিত লেখা পাঠ, অনুভূতি প্রকাশ, পারস্পরিক পরিচিতি ও অতিথিদের বক্তব্যের মাধ্যমে সাজানো হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কলমের মাধ্যমে ইসলামের দাওয়াত তুলে ধরা সময়ের প্রয়োজন। এ ক্ষেত্রে দেশের তরুণ লেখকরা বিশেষ ভূমিকা পালন করতে পারেন। ইসলামী লেখক ফোরামের মাধ্যমে সুষ্ঠু ধারার লেখালেখি চর্চা আরো গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
মুফতি এনায়েতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নতুন বার্তা ডটকমের সম্পাদক সরদার ফরিদ আহমদ, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহসম্পাদক লিয়াকত আলী, দৈনিক আমার দেশের সহসম্পাদক শরীফ মুহাম্মদ, লেখক যাইনুল আবিদীন, আদর্শ নারীর সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী, ঢাবি’র উর্দু বিভাগের চেয়ারম্যান ড. গোলাম রব্বানী, সাপ্তাহিক মুসলিম জাহানের সম্পাদক মোস্তফা মঈনুদ্দীন খান, আলোকিত বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. আহমদ আবুল কালাম, দৈনিক প্রথম আলোর ধর্ম উপদেষ্টা ড. আব্দুল মুনিম খান, সাপ্তাহিক লিখনীর ভারপ্রাপ্ত সম্পাদক শাহ ইফতেখার তারিক, শিকড় সাহিত্য মাহফিলের প্রতিষ্ঠাতা লাবীব আব্দুল্লাহ, ক্যালিগ্রাফি শিল্পী বশির মেসবাহ, প্রিন্সিপাল মুসলেহুদ্দীন রাজু, আইয়ুব বিন মুঈন, মুসা আল হাফিজ, আমির ইবনে আহমদ প্রমুখ।
লেখক ফোরামের বিগত বছরের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর।
প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম এদেশের তরুণ লেখকদের জাতীয় সংগঠন। গত বছরের ৮ ফেব্রুয়ারি সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।