লাখো কণ্ঠে আমার সোনার বাংলা
প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘লাখো কণ্ঠে আমার সোনার বাংলা’ গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেয়ায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ কথা জানান। খবর বাসস’র।
প্রধানমন্ত্রী দেশবাসীসহ সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, এ রেকর্ডের মাধ্যমে বাঙালি জাতি আবারো প্রমাণ করলো, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই দেশ একদিন বঙ্গবন্ধুর কাঙিক্ষত সোনার বাংলায় পরিণত হবে।
প্রধানমন্ত্রী এই আয়োজনের উদ্যোক্তা সংস্কৃতি মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার, র্যাব ও বিজিবিসহ অংশগ্রহণকারী ছাত্র-শিক্ষক, গার্মেন্টস কর্মী এবং আপামর জনতাকে অভিনন্দন জানান।
শেখ হাসিনা বলেন, যে জাতি রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে তাদের জন্য এটা অসম্ভব ছিল না।
২৬ মার্চ স্বাধীনতা দিবসে সর্বোচ্চ সংখ্যক লোক একসংগে জাতীয় সঙ্গীত পরিবেশনে অংশ নেয়ায় গিনিস কর্তৃপক্ষ গত বুধবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাম রেকর্ডভুক্ত করে।