দুবাইয়ে নির্মিত হচ্ছে ‘আলাদিন’ সিটি
দুবাই কর্তৃপক্ষ সেখানে একটি নতুন ঐতিহাসিক নগরী নির্মাণ করার পরিকল্পনা ঘোষণা করেছে। এর নাম দেয়া হয়েছে আরব্য উপন্যাসের প্রখ্যাত চরিত্রের নামে ‘আলাদিন সিটি’। তিনটি সুবিশাল টাওয়ারের সমন্বয়ে গড়ে উঠেছে এ প্রকল্প। একটি হবে হোটেল অন্য দু’টি বাণিজ্যিক টাওয়ার। দুবাই চেম্বার অব কমার্স ও আল মাকদুম সেতুর মধ্যবর্তী দুবাই খাদের জো ওয়ারফেজের ওপরে শূন্যে এ নগরী নির্মিত হবে। টাওয়ারগুলো বিভিন্ন উচ্চতাবিশিষ্ট হবে যা দেখতে হবে আলাদিনের আশ্চর্য প্রদীপের অনুরূপ। নগরীর সাথে থাকবে ৪৫০ মিটার দীর্ঘ পায়ে চলার সংযোগসেতু যা এ প্রকল্পের বাইরের এক পার্কিং স্টেশনে যেয়ে শেষ হবে। নকশা অনুযায়ী পার্কি স্টেশনের দু’টি প্রবেশদ্বার থাকবে। নিচে থাকবে গাড়ি পার্ক করার জায়গা এবং উপরের অংশ হবে একটি জনসাধারণের ভ্রমণের পার্ক। দুবাই পৌরসভার মহাপরিচালক হুসেইন নাসের লুতাহ বলেন, অতীতের কিংবদন্তির নায়কের নামে এ টাওয়ারগুলোতে আধুনিক নগরীর সৌন্দর্য ও পর্যটনশিল্পের বৈশিষ্ট্য চমৎকারভাবে ফুটিয়ে তোলা হবে। হখালিজ টাইমস ডটকম