সিলেটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক তাজ উদ্দিন আহত
দৈনিক সিলেটের ডাক পত্রিকা চীপ রিপোর্টার তাজ উদ্দিন সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর মিরবক্সটুলাস্থ উইমেন্স কলেজের সামনে তিনি সন্ত্রাসীদের হামলায় আহত হন। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য উইম্যান্স মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলেও পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকালে সাংবাদিক তাজউদ্দিন তার অসুস্থ ছেলের সেলাই কাটাতে মীরবক্সটুলাস্থ উইমেন্স হাসপাতালে যান। চিকিৎসা শেষে ফেরার সময় স্থানীয় শাহরিয়ার ফার্মেসীতে পাওনা টাকা আনতে যান। ফার্মেসী মালিক শাহ আলম টাকা দিতে অস্বীকৃতি জানালে দু’জন বাদানুবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শাহ আলম, তার স্ত্রী ও ফার্মেসীর কর্মচারীরা তাজউদ্দিনের উপর হামলা চালান। এসময় ফার্মেসীর সামনে আড্ডারত স্থানীয় ৮-১০ জন ক্যাডার তাজউদ্দিনের উপর ঝাঁপিয়ে পড়ে।একপর্যায়ে অচেতন হয়ে পড়েন তাজউদ্দিন। এসময় তার প্রাইভেট গাড়ি চালক কয়েস আহমদও সন্ত্রাসীদের হামলার শিকার হন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করেন। এতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আরিফুল হক চৌধুরী ও সিলেট মেট্রো পলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন সন্ত্রাসীদের গ্রেফতার করার আশ্বাস দেন। পরে তারা অবরোধ তুলে নেন।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নুর, দৈনিক সিলেটের ডাক এর নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক, দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তওফিক মজিদ লায়েক, সিনিয়র সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু, খালেদ আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেটন জেলা প্রেসক্লাবের কোষাধাক্ষ্
চয়ন চৌধুরী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের মঈন উদ্দিন মঞ্জু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গির আলম মুসিক প্রমুখ।
সর্বশেষ খবরে জানা গেছে পুলিশ এ ঘটনায় ৩জনকে আটক করেছে।