পহেলা বৈশাখে ইসলামী বিরোধী কার্যকলাপ বন্ধের দাবীতে প্রতিবাদ সভা

Sylhet১লা বৈশাখে ইসলামী বিরোধী কার্যকলাপ বন্ধের দাবীতে সম্মিলিত সংগ্রাম পরিষদ এর উদ্যোগে  বাদ জুম্মা এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মুফতী ফয়জুল হক জালালাবাদীর সভাপতিত্বে ও মাওলানা আছলাম রহমানীর পরিচালনায় সিলেট সিটি পয়েন্টের প্রতিবাদ সভায় শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, সিলেটের পুন্যভূমি শাহজালালের মাটিতে ১লা বৈশাখের নামে বর্ষ বরণকে ঘিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন, রাস্তাঘাটে নারী-পুরুষের অবাধ বিচরণ ও অশ্লীল ভাব-ভঙ্গিমা প্রদর্শন, মদ্যপান ও নেশাগ্রন্থ হয়ে রাস্তায় সম্মিলিত নৃত্য ও বেফাস উন্মাদনা সহ বৈশাখী মেলার নামে জুয়া, যাত্রা, ইলিশ ও পান্তা ভাত হাউজি সহ সকল ইসলামী বিরোধী কার্যকলাপ বন্ধ করতে হবে।
তিনি বলেন, এ ধরনের ইসলামী বিরোধী কার্যকলাপ চলতে থাকলে মেয়র মহোদয় ও প্রশাসনের কেউই আল্লাহ কাছ থেকে বাঁচতে পারবেন না। তাই সকলের উচিত ইসলামী বিরোধী সকল কাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট মাওলানা আব্দুল রকিব, মাওলানা আব্দুল মতিন ধনপুরী, মাওলানা মাশুক আহমদ সালামী, ক্বারী মাওলানা আব্দুল মতিন, প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী, কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ, প্রিন্সিপাল মাওলানা নাসির আহমদ, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, কর্নেল সৈয়দ আলী আহমদ, এডভোকেট মাওলানা রশীদ আহমদ, শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জ, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা গাজী রহমত উল্লাহ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, আলহাজ্ব নজরুল ইসলাম শিকদার, মাওলানা ওলিউর রহমান, মাহবুবুর রহমান খালেদ, প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক, মাওলানা হাফিজ নওফল আহমদ, হাফিজ আব্দুল মালিক, মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী, মোঃ মজম্মিল হোসেন লিটন, মাওলানা রফিক বিন সিকন্দর, মাওলানা রিয়াজ উদ্দিন, শাহিদ হাতিমী, মাওলানা পীর বশির আহমদ, মোঃ আলী আহমদ প্রমুখ।
সভায় শনিবার বিভিন্ন মাদরাসায় ও শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভা ও গণসংযোগ, ১৩ এপ্রিলর রবিবার দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও ১৪ এপ্রিল সোমবার সকাল ৯টা থেকে দিনব্যাপী নগরীর কোর্ট পয়েন্টে কেরাত, হামদ-নাত, গজল ইত্যাতি সহ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে সকলকে উক্ত কর্মসূচীতে অংশ গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button