জার্সির দাম কমাতে প্রধানমন্ত্রীর অনুরোধ
ব্রাজিল বিশ্বকাপ সামনে রেখে নতুন জার্সি তৈরি করেছে ইংল্যান্ড। কিন্তু এবার ইংল্যান্ডের জার্সির মূল্য ধরা হয়েছে আকাশচুম্বী। ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ‘নাইকি’ প্রতিটি জার্সির মূল্য নির্ধারণ করেছে ৯০ পাউন্ড করে! যা দেখে অনেকের চোখ চড়কগাছ। স্বয়ং ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনও নাইকির এই মূল্য নির্ধারণের সমালোচনা করেছে। এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিজেই নাইকিকে দাম নিয়ে আরেকবার চিন্তা করতে অনুরোধ করেছেন। ইংল্যান্ডের ক্রীড়ামন্ত্রী হেলেন গ্রান্টও জার্সির দাম কমানোর অনুরোধ জানিয়েছেন। গ্রান্ট তার টুইটারে বলেন, ‘ইংল্যান্ডের ফুটবল জার্সির মূল্য ৯০ পাউন্ড! আমাদের দেশের অধিকাংশ ফুটবল সমর্থক মধ্যবিত্ত শ্রেণীর। দাম নিয়ে আরেকবার চিন্তা করা দরকার।’ আর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের একজন মুখপাত্র জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী টি-শার্টের দাম কমানোর জন্য অনুরোধ করেছেন।